বুধবার, ২২ মার্চ, ২০২৩
28 Nov 2024 10:38 pm
রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় বগুড়া শিবগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চতুর্থ পর্যায়ে সারাদেশে ৩৯,৩৬৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রধান এবং ৭টি জেলা ও ১৫৯ টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত (ভার্চুয়ালে একযোগে) ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসব ঘর পেয়ে বেজায় খুশি উপকারভোগীরা। জমিসহ দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর, টয়লেট, রান্নাঘর, ইউটিলিটি স্পেস, টিউবওয়েল ও বিদ্যুৎ সুবিধা পেয়ে খুশিতে আত্মহারা পিছিয়ে থাকা এসব নিম্ন আয়ের মানুষ। অনেক পরিবার ঘর পেয়ে তাদের নতুন স্বপ্ন বুনতে শুরু করেছেন। সকলেই বঙ্গবন্ধু কন্যার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছেন।
এ উপলক্ষ্যে বুধবার (২২ শে- মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ হাফিজুর রহমান অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আফসানা ইয়েসমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান,
উপজেলা ভাইচ চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা আক্তার। উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী সহ উপজেলার মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ, জমি ও গৃহপ্রাপ্ত নর-নারীগন।
ইউএনও উম্মে কুলসুম সম্পা বলেন জমিসহ ১১৫ টি ঘর নিয়ে এ উপজেলা ৪৪০ টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্থান্তর করা হলো। আর এই হস্থান্তরের মধ্যে দিয়ে এ উপজেলা মুক্ত হলো ভূমিহীন।