বুধবার, ২২ মার্চ, ২০২৩
28 Nov 2024 05:25 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবন্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে বালু উত্তোলনের দায়ে লিটন মিয়া (৩৫) নামে এক বালু ব্যবসায়ীকে দশ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান।
দণ্ডপ্রাপ্ত লিটন মিয়া পাবনা জেলার সদর উপজেলার ইসলামগাথী গ্রামের আব্দুর রহমান মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান বলেন, 'দীর্ঘদিন ধরে দণ্ডিত ব্যক্তি তিস্তা নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে উপজেলার কাপাশিয়া ইউনিয়নের মোশাররফের ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় অভিযুক্তকে ২০১০ এর ১৫(১) ধারায় ১০ লাখ টাকা জরিমিনি অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। '