বুধবার, ২২ মার্চ, ২০২৩
28 Nov 2024 09:38 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার গণভবন থেকে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১”শ ৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক ঘোষনার পর কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হররুমে স্থানীয় ভাবে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ লালু, রওশন আকতার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নজিবর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবান অফিসার মো. আব্দুল জব্বার, মুরইল ইউ পি চেয়ারম্যান মাওঃ মো. আব্দুল জলিল, জামগ্রাম ইউ পি চেয়ারম্যান প্রভাষক মো. মনোয়ার হোসেন খোকন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও উপকারভোগীবৃন্দ।
সভা শেষে বেলুন উড়িয়ে কাহালু উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ।