মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
28 Nov 2024 02:44 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে কঠোর পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে পবনাপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় পবনাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও অভিযোগের তদন্ত কর্মকর্তা প্রদীপ কুমারের উপস্থিতিতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও অভিযোগের তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, গোপন ব্যালটের মাধ্যমে অনাস্থা প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোট গ্রহণ করা হয়। ১২ জন ইউপি সদস্যের মধ্যে ৯ জন ইউপি সদস্য চেয়ারম্যান মাহাবুব রহমানের অনাস্থা চেয়ে তাদের ভোটাধিকার প্রদান করেন।
চেয়ারম্যানসহ বাকী ৪ জন ইউপি সদস্য ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকেন।এতে করে ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কার্যকর হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন তদন্ত প্রতিবেদন ইউএনও মহোদয়ের মাধ্যমে দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয় পাঠানো হবে।আশা করছি মন্ত্রণালয় শীঘ্রই তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করবেন।
পবনাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন ইউপি চেয়ারম্যান মাহাবুব রহমানের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম বাধা প্রদানের অভিযোগ ও ৯ জন ইউপি সদস্য তাদের জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার মহোদয়ের নিকট আবেদনের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সকাল থেকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ইউপি সদস্য বাবু মিয়া,জিল্লুর রহমান,ও শাহিনুর বেগম বলেন আমরা ন্যায় বিচার পেয়েছি।অভিযোগের তদন্ত কর্মকর্তা আমাদের সহযোগিতা করেছে।পাশাপাশি গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন,থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা স্যার সব সময় আমাদের খোজ খবর করেছেন।
তদন্ত অনুষ্ঠানে পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, ওসি তদন্ত দিবাকর অধিকারি, হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ প্রায় অর্ধশত পুলিশ সদস্য , গনমাধ্যম কর্মী, ও সচেতন জনগন উপস্থিত ছিলেন।