মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
28 Nov 2024 02:34 pm
মোঃ হাফিজুর রহমান,টুংগীপাড়া উপজেলা প্রতিনিধি: জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের লক্ষ্যে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। আপনারা অবগত আছেন যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর পরই ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন।
তারই উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৯ জানুয়ারি ২০১৩ ইং সালে ঘোষণা করেছিলেন ২৭শে মে ২০১২ ইং সালের পূর্বে স্থাপিত আবেদনকৃত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হইবে।
ঘোষণা অনুযায়ী ২৬১৯৩টি বিদ্যালয় জাতীয়করণ করা হইয়াছে কিন্তু দুঃখের বিষয় কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে ২৭ মে ২০১২ ইং সালের পূর্বে স্থাপিত আবেদন ও দলিলকৃত হওয়ার পরেও আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ হতে বাদ পড়িয়াছে। তাই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে মাজার জিয়ারতের মাধ্যমে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি এই স্বাধীনতার মাসে আমাদের জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করে বঙ্গবন্ধুর এই বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের দুবেলা দুমুঠো ভাত খাওয়ার ব্যবস্থা করবেন।