মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
28 Nov 2024 02:31 pm
জুয়েল হাসান বগুড়াঃ সোমবার বেলা ১২টায় বগুড়া শহরের সাবগ্রাম চার মাথায় ভাই ভাই ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টার এর আয়োজনে পল্লী চিকিৎসকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় পল্লী চিকিৎসকদের মাঝে ভাই ভাই ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টার এর বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করেন।
তাঁরা বলেন আমাদের আশে পাশের মানুষের জন্য শহরে চিকিৎসা নিতে গিয়ে অনেক সময় দুর্ভোগে পরতে হয় সেক্ষেত্রে আমাদের ভাই ভাই ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টার"র এমন প্রেচেষ্টা। উক্ত প্রতিষ্ঠানের সেবাসমূহের মাঝে,উচ্চ রক্তচাপ,ডায়াবেটিস,এ্যাজমা,হাঁপানি,চর্ম,যৌন,এলার্জি,পাইলস,গর্ভবতী মায়ের সেবা,মাসিক সংক্রান্ত সমস্যা,বাত-ব্যাথা ও শিশুদের ডায়রিয়া,নিউমোনিয়া সহ সকল রোগীদের যত্নসহকারে সুচিকিৎসা প্রদান করা হয়।
এছাড়া ও ভাই ভাই ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারের নিজেস্ব ল্যাবে সকল প্রকার পরীক্ষা নীরিক্ষা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাই ভাই ডায়াগনস্টিক সেন্টার ও কনসালটেশন সেন্টার-ব্যবস্থাপনা পরিচালক এম এ রহিম মোল্লা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ জয় রাম চন্দ্র সরকার' উপ_সহঃ কমিঃ মেডিক্যাল অফিসার বগুড়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব কফিল দেব হালদার এরিয়া ম্যানেজার এরিস্টোফার্মা,বগুড়া। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ বকুল মিয়া-সিনিয়ার মেডিক্যাল অফিসার এরিস্টোফার্মা বগুড়া,পল্লী চিকিৎসকদের মধ্যে ছিলেন ডাঃ মোঃ হান্নান,আব্দুল জলিল,ডাঃ সোনাতন মজুমদার,ডাঃ মনতোষ সরকার সহ অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।