রবিবার, ১৯ মার্চ, ২০২৩
28 Nov 2024 02:27 pm
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ- সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দুই সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচ দাম কমলো কেজিতে ১০০ টাকা। গত সপ্তাহে কাঁচা মরিচ ১৪০ টাকা কেজি বিক্রি হলেও এখন সেই মরিচ কেজিতে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন,এক সপ্তাহ আগেও বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম থাকায় যেখানে কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ১৪০ টাকা কেজি দরে,সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কেজিতে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ফিজু নামে এক জন ক্রেতা বলেন,গত দুই সপ্তাহ আগেই মরিচ ১৬০ টাকা কেজি কিনেছি।আজ রোববার হাটবার ৪০ টাকা কেজিতে কিনলাম।রমজানেও এমন দাম থাকলে আমাদের মত নিম্মআয়ের মানুষের জন্য ভালো হতো।
কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব বলেন,কাঁচা পণ্য সকালে বাড়ে বিকেলে কমে।আমরা বেশি দামে কিনলেই বেশি বিক্রি করি, আবার কম দামে কিনলে কম দামেই বিক্রি করে থাকি।সরবরাহ বেশি থাকলে দাম কিছুটা কম হয়।
তিনি বলেন,বগুড়া-পঞ্চগড়,ডোমার,নীলফামারীসহ দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচের আবাদ বেড়েছে।এ কারণে সরবরাহও বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন কেজিতে ১০ টাকা করে কমছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম