রবিবার, ১৯ মার্চ, ২০২৩
31 Jul 2025 06:12 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- অদ্য ১৯/০৩/২০২৩ খ্রি. ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার, সহকারী পুলিশ সুপার জনাব নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত¡াবধানে এসআই (নিঃ) মোঃ তরিকুল ইসলাম এর নের্তৃত্বে সাইবার টিম কর্তৃক ০৪ টি হারানো মোবাইল (যাহার মডেল ঠরাড় ণ৫০, ঝধসংঁহম অ২১ং, জবফসর ঘড়ঃব ৯ ও ঠরাড় ণ১২ং) মোবাইল উদ্ধার করা হয়।
অত্র ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর মাধ্যমে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
[মোবাইল হারানোর বিষয়ে বগুড়া জেলার শিবগঞ্জ থানার জিডি নং-১০৯৩ এবং বগুড়া জেলার সদর থানার জিডি নং-৯৭৯, ১০২৮ ও ১৯৪৫]