শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
02 Aug 2025 05:50 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে শ্রমিকলীগ বগুড়া জেলা শাখা। সকালে শহরের টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এরপর জেলা শাখার আহবায়ক কামরুল মোর্শেদ আপেল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার সদস্য সচিব রাকিব উদ্দিন প্রাং সিজার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি টি জামান নিকেতা। এসময় উপস্থিত ছিলেন জেলার যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুয়েল, সদস্য গোলাম মোস্তফা, রায়হানুর রহমান রোহান এবং জাকিউল হক জীবন প্রমুখ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি ও নেতৃবৃন্দরা মিলে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কর্তন করা হয়।