শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
28 Nov 2024 02:44 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে পালন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৭ মার্চ) এ উপলক্ষ্যে সকাল ৮টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীর ও দলীয় পতাকা উত্তোলন উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন শেষে বঙ্গবন্ধুর আত্মজীবন ও আদর্শের উপড় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মনিরা সুলতানা, কৃষি কর্মকর্তা মিঠু চ্দ্র অধিকারি, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, ওসি রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হমিদ ইউপি সদস্য জিল্লুর রহমান প্রমুখ। দুপুরে মিলাদ মাহফিল ও বিকেলে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আবু মুত্তালিব মতি