শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
28 Nov 2024 02:53 pm
চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১০৩তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস’ উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৭ মার্চ ২০২৩ রাজধানীর ৩২ তোপখানা রোডস্থ সমিতি ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব ওয়াসিকা আয়শা খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরী। শিশু-কিশোর প্রতিযোগী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে পুরো ভবন মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠান হল সাজানো হয়েছে রঙ-বেরঙয়ের বেলুন দিয়ে।
জাতীয় শিশু দিবসে একটি শিশুর জম্মদিনের মতো হইচই করেই বঙ্গবন্ধুর জন্মদিন উদ্ধসঢ়;যাপন করা হয়। ছবি এঁকে শিশুরা পেয়েছে পুরস্কার। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেই দেয়া হয়েছে বিশেষ পুরস্কার, নানান উপহার। মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সদস্য-সচিব ডা. রেহেনা আক্তার এর সঞ্চালনায় চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সভাপতি জয়নুল আবেদীন জামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো । বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এস এম অহিদুজ্জামান ও শিল্পী তরুণ ঘোষ এবং জীবন সদস্য ও বিশিষ্ট আর্টিস্ট কল্লোল বড়–য়া ছিলেন প্রতিযোগিতার সমন্বকারী। প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল