বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
31 Jul 2025 07:49 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, রোজায় দ্রব্যমূল্য বৃদ্ধিকারীরা ধর্ম-মানবতাবিরোধী। এই ধর্ম-মানবতাবিরোধীদের বিরুদ্ধে-দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নিতেও ব্যর্থ হয়েছে সরকারের সংশ্লিষ্ট কর্তারা।
আদালতে হামলা-মারামারি ও রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৬ মার্চ সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, দিনেশ চন্দ্র সাহা, ফজলুল হক চৌধুরী, রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার জালালী, শেখ লিজা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা এসময় আরো বলেন, নির্মমতার রাজনীতিক-প্রশাসনিক কর্তাদের ক্ষমতার অপব্যবহারের কারণে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বাড়ছে, ছাত্র-যুব-জনতাকে এই অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে থাকার জন্য এগিয়ে চলতে হবে।