বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
26 Feb 2025 03:10 am
![]() |
ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাট ও বল হাতে সমান তালে পারফর্ম করছেন সাকিব। ক্রিকেটের সব ফরম্যাটে নিজেকে প্রমাণ করেছেন দারুণভাবে। গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। বাংলাদেশের জার্সি পড়ে বিশ্বের প্রায় সব প্রান্তে খেলেছেন সাকিব। খেলেছেন প্রায় সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। এমন সব্যসাচী ক্রিকেটার তো ক্রিকেটের ইতিহাসেই পাওয়া মুশকিল।
সাকিব এখন বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে তার নেতৃত্বেই দল জিতেছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। তাই তাকে নিয়ে আলোচনা তো থাকছেই।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অনেকদিন পর ২০ ওভারের ফরম্যাটে ফিরলেন মেহেদী হাসান মিরাজ। ফিরেই চমক দেখিয়েছেন তরুণ উদীয়মান এ অলরাউন্ডার। বল হাতে করেছেন অসাধারণ পারফরম্যান্স। এমন দারুণ পারফরম্যান্সের পর ডানহাতি এই অলরাউন্ডার জানালেন, সাকিবের কাছ থেকেই অনুপ্রেরণা পান তিনি।
বুধবার (১৫ মার্চ) ঢাকায় একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মিরাজ। সেখানেই ক্রিকেটের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। সাকিব না থাকলে তার অভাব পূরণ করার বিশ্বাস আছে কিনা এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, 'বিশ্বাস না করলে তো এগিয়ে যেতে পারব না। অবশ্যই বিশ্বাস করি।’
তিনি আরও বলেন, ‘অলরাউন্ডার দলে যত বেশি থাকে, দলের পজিশন তত ভালো থাকে। দলের কম্বিনেশন অনেক ভালো হয়। সাকিব ভাই তো আমরা জানি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এখন, সবসময়ই ছিলেন। তাকে দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি। যখন চোখের সামনে বিশ্ব মানের খেলোয়াড় দেখি, তখন আমাদের ভেতরও চাহিদাটা থাকে যে আমরা একদিন তার মতোই হবো।’
ইংল্যান্ডকে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ হারানোর পর হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে এমন সাফল্য নিঃসন্দেহে বিশাল প্রেরণার বিষয়। সাফল্যের রহস্য কী ছিল সে সম্পর্কে মিরাজ বলেন, 'আমরা ফল নিয়ে চিন্তা করিনি। প্রথম যখন খেলেছি, আমরা চেষ্টা করেছি প্রসেসে কীভাবে উন্নতি করা যায়। রেজাল্ট এটা আউটকাম, দিনশেষে হবে। কিন্তু আমরা যদি প্রসেস অনুসরণ না করি, রেজাল্ট কখনো আসবে না। আমরা মাঠে ওভাবে চেষ্টা করেছি। ব্যাটাররা রান করার জন্য, বোলাররা ভালো বোলিং করার জন্য, ফিল্ডাররা সাহায্য করার জন্য। ওভারঅল টিম কম্বিনেশন ভালো ছিল, সবাই ভালো ক্রিকেট খেলেছে বলেই জিতেছি।'