বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
28 Nov 2024 02:53 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ইউএনও কামরুজ্জামান নয়নের ব্যতিক্রম উদ্যোগে অস্বচ্ছল পরিবারে বেড়ে উঠা মেধাবী ছাত্রসহ প্রতিবন্ধীদের মাঝে ২৮ হাজার টাকার চেক বিতরন করা হয়।
জানা যায়,গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের অস্বচ্ছল দরিদ্র শহিদুল রহমানের পরিবারে জন্ম গ্রহন করেন শাহিদ খন্দকার, সংসারে অস্বচ্ছলতা থাকায় দারিদ্রতার মাঝে বেড়ে উঠে শাহিদ খন্দকার,বাবা-মায়ের সংসারে অস্বচ্ছলতা ও পরিবারে দারিদ্রতার মাঝেও পড়াশুনা চালিয়ে আসেন শাহিদ।সে কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পেয়েছেন। একই ইউনিয়নের আমলাগাছী গ্রামের পূর্ব গোপলপুর প্রতিবন্ধী সুজন মিয়া আর্থিক সংকটে পড়েন।
এদিকে পলাশবাড়ী পৌরশহর এলাকার গৃধারীপুর গ্রামের অস্বচ্ছল সাফিয়া চৌধুরী মেধাবী ছাত্রী,এছাড়াও উপজেলার মহদীপুর ইউনিয়নের মহদীপুর গ্রামের দুধু মিয়া, কিডনি ও হার্টের চিকিৎসা ব্যয়ভার বহন করতে এলাকাবাসী নিকট হাত পাতেন।তবে ওই পরিবারটি অভিভাবক শূন্য হয়ে পড়েছে।একারনে ওই পরিবারটি বাড়তিকিছু সহযোগীতার প্রয়োজন।
এরই প্রেক্ষিতে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন ১৫ মার্চ বুধবার দুপুরে তার অফিস কার্য্যালয়ে দরিদ্র মেধাবী ছাত্র শাহিদ-এর পড়াশুনা চালানোর জন্য তার পিতার হাতে ১৫হাজার টাকার চেক, সুজন মিয়ার চিকিৎসা ব্যয়ভারের জন্য ৩ হাজার টাকার চেক,দুধ মিয়া চিকিৎসা ব্যয়ভারের জন্য ৫ হাজার টাকার চেক ও সাফিয়া চৌধুরী মেধাবী ছাত্রীর পড়াশোনা খরচ বাবদ তার পিতার হাতে ৫ হাজার টাকার চেক তাদের হাতে তুলে দেন।
২৮ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ইউএনও কামরুজ্জামান নয়ন আরও এক দৃষ্টান্ত স্থাপণ করেন। আর্থিক সহায়তা চেক প্রদানে এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,।