বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
22 Nov 2024 01:28 pm
সঞ্জু রায়,বগুড়া : বগুড়ায় জামন ক্যাফে এন্ড রেস্টুরেন্ট নামের এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সিলগালা দিয়ে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়।
রেস্টুরেন্টে বাসি মাংসের কাবাব, মেয়াদোত্তীর্ণ পাউরুটি ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় এ জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুর ১ টার দিকে শহরের সুবিল এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানের নেতৃত্বে থাকা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, শহরের সুবিল এলাকায় জামন ক্যাফে এন্ড রেস্টুরেন্টে বাসি মাংসের কাবাব ও মেয়াদোত্তীর্ণ পাউরুটিসহ নানা অনিয়ম পাওয়া যায়। এই রুটিগুলো দিয়ে বার্গারজাতীয় খাদ্য প্রস্তুত করা হয়। এর আগেও ওই রেস্টুরেন্টে ২০ হাজার টাকা জরিমানা করারসহ সতর্ক করা হয়েছিল৷ এবারও তাদের ভুল সংশোধন না করায় ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সিলগালা দিয়ে রেস্টুরেন্টে বন্ধ করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য বগুড়ার কর্মকর্তা মো. রাসেল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।