বুধবার, ১৫ মার্চ, ২০২৩
03 Aug 2025 12:17 am
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম হিলি,দিনাজপুর:- নিরাপদ জ্বালানি ভোক্তাবান্ধব পৃথিবী এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একইস্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে বিভিন্ন হোটেল ও মুদি ব্যবসায়ীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোকলেদা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,কৃষি কর্মকতা ড.মমতাজ সুলতানা,ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বিশ্ব ভোক্তা অধিকার দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে আসন্ন রমজানে কোন পণ্যের দাম যেন বাড়ানো না হয় ও হোটেলগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার উৎপাদন ও পরিবেশনের বিষয়টি নিশ্চিতের কথা বলেন।