বুধবার, ১৫ মার্চ, ২০২৩
13 Mar 2025 01:36 am
![]() |
এইচএসসির ফলের ভিত্তিতে সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এর মধ্যে এক হাজার ১২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৯ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী পাবেন সাধারণ বৃত্তি।
২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশের ৯টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হবে। আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এইচএসসিতে বৃত্তির কোটা বণ্টন করে আদেশ জারি করা হয়েছে।
এইচএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা এবং বছরে এককালীন এক হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে। বৃত্তির টাকা ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।