বুধবার, ১৫ মার্চ, ২০২৩
02 Aug 2025 07:45 am
![]() |
নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: ‘ নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এই শ্লোগানে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলেধরেন ইউএনও ইকতেখারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, প্রকৌশলী জোনায়েত আলম, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, আইসিটি অফিসার সানজির উদ্দিন শিশির, প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ প্রমুখ।