বুধবার, ১৫ মার্চ, ২০২৩
11 Feb 2025 02:47 pm
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব অধিকার ভোক্তা দিবস(২০২৩) যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। বুধবার ১৫ই মার্চ সকাল সাড়ে ১১ ঘটিকার সময় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ,পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মোঃ শহিদ উল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী,বাহুবল মডেল থানার এস আই ইসমাঈল হোসেন,পরিবার পরিকল্পনা সহকারী মিশন, সহকারী আসিফ, সাংবাদিক ও বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।