বুধবার, ১৫ মার্চ, ২০২৩
11 Feb 2025 11:35 pm
|
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুর বীরকেদার ইউনিয়ন পরিষদের ২নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য দিলরুবা আকতার মৃত্যুবরণ করায় উক্ত ওয়ার্ডের আসন শূন্য ঘোষনা করা হয়। বৃহস্পতিবার বীরকেদার ইউনিয়ন পরিষদের ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪ জন প্রার্থী সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে প্রতিন্ব›দ্বীতা করছেন। মোট ভোটার ৬ হাজার ৪”শ ৫২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ২”শ ৩২ জন এবং মহিলা ভোটার ৩ হাজার ২”শ ২০ জন। ৩ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮ টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। উপ-নির্বাচনের ভোলতা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল মতিন সরকার এর নিকট মালামাল বুঝে দেন রিটানিং অফিসার ও কাহালু উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি। এ সময় উপস্থিত ছিলেন সহকারি প্রিজাইডিং অফিসার আবু রোজা রিপন সহ নির্বাচনে কাজে নিয়োজিত পুলিং অফিসার সহ অন্যান্যরা।