মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
31 Jul 2025 07:56 pm
![]() |
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ ১৩ মার্চ সোমবার জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। অপরাধ সভায় পুলিশ সুপার মহোদয় সকল থানার অফিসার ইন-চার্জদের উদ্দেশ্যে থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন।
ফেব্রুয়ারী/২০২৩ মাসে সার্বিক কার্যক্রমের উপর ভিত্তি করে জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মোঃ দেলোয়ার হোসেন, ওসি মেলান্দহ থানা কে পুরুষ্কৃত করা হয়।
পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার,নাছির উদ্দিন আহমেদ। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।