মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
22 Nov 2024 06:10 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে সাংবাদিকদের সাথে খ্যাতিমান চলচিত্র পরিচালক মরহুম আজিজুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার মেয়ে কানাডা প্রাবাসি আলিয়া রহমান বিন্দীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৩ মার্চ) রাত ৯টায় সান্তাহার কলসা মরহুম আজিজুর রহমানের বাসভবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে তার কানাডা প্রাবাসি মেয়ে আলিয়া রহমান বিন্দী বলেন তার বাবা ১৯৬৬ সাল থেকে ৫২টি ব্যবসায়ীক সিনেমার সফল পরিচালক হিসাবে স্থান করে নিয়েছেন। তার প্রতিটি ছবি সুপার হিট হয়েছে। তাকে জীবদ্দশায় রাষ্ট্রীয় ভাবে কোন স¤œাননা প্রদান করা হয়নি। এমনকি এফডিসির আর্কাইভে অনেক ছবি সংরক্ষনও করা হয়নি। তিনি বগুড়া জেলা তথা উত্তরা লের একজন কৃতি সন্তান হিসাবে চিত্র পরিচালক মরহুম আজিজুর রহমানকে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি প্রদান ও তার বানানো ছবি সংরক্ষন করে স¤œান রক্ষার দাবী করেন। আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, মরহুম আজিজুর রহমানের সহধর্মীনি শামীম রহমান, ভাই মাহবুবুর রহমান, মশিউর রহমান মাসুদ, সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, জাহিদ হাসান পিয়াল, সাংবাদিক খায়রুল ইসলাম, মনছুর রহমান, হারেজুজ্জামান, তোফাজ্জল হোসেন লিটন, সাগর খান, আবু মুত্তালিব মতি প্রমুখ। চলচিত্র পরিচালক আজিজুর রহমান ২০২২ সালে ১৪ মার্চ কানাডায় চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। (মঙ্গলবার ১৪ মার্চ) তার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের সান্তাহার কলসা বাসায় ও স্থানীয় মসজিদে বাদজোহর মিলাদ মাহফিল ও দোয়াসহ কুলখানির আয়োজন করা হয়।
আবু মুত্তালিব মতি