মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
31 Jul 2025 12:07 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি বগুড়া’র ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া‘র মাদক বিরোধী অভিযানে ০৪(চার) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ইং ১৩-০৩-২০২৩ তারিখ ১২.৫৫ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন ভবানীপুর ইউনিয়ন ঘোগা বটতলা গ্রামস্থ জনৈক আঃ কালাম এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে ০৪(চার) কেজি গাঁজাসহ আসামী ১। মোঃ মইনুল ইসলাম @ সুজন (৩৫) পিতা-মূত মহসীন আলী, বর্তমান: গ্রাম-মাষ্টার পাড়া, থানা ও জেলা-লালমনিরহাট, স্থায়ী : গ্রাম-রুপপুর (পাকার মোড়) , থানা-ঈশ্বরদী, জেলা-পাবনাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে যোগাযোগ করুন-01320-126903