সোমবার, ১৩ মার্চ, ২০২৩
30 Jul 2025 11:52 pm
|
৭১ভিশন ডেস্ক:- বগুড়া ছয়পুকুরিয়া বালিকা বিদ্যালয় ও কলেজে নবীন বরন এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদরের গোদারপাড়া প্রতিষ্ঠান প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। অধ্যক্ষ আইনুন নাহার এর সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, এমপি পত্নী জোবাইদা আহসান জবা, এ এন এম আহসানুল হক, বগুড়া মহিলা কলেজ এর অধ্যক্ষ মোকাব্বর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, ১৫ নং ওয়ার্ড আ'লীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বাদশা। আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম রতন, আব্দুর রহিম গোলাম রসুল প্রমুখ সহ ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দরা।