সোমবার, ১৩ মার্চ, ২০২৩
02 Aug 2025 05:43 pm
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, শেখ হাসিনার সহায়তা তথ্য আপা পথ দেখায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল সোমবার বগুড়ার কাহালু উপজেলা তথ্যকেন্দ্র এর আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পযার্য) অনলাইন প্লার্টফর্ম জুমে লাল সবুজ উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশেষ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। উক্ত বিশেষ উঠান বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা তথ্যসেবা অফিসার মরিয়ম আকতার। বিশেষ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কাহালু উপজেলার বিভিন্ন স্থানের উদ্যোক্তাবৃন্দ।