রবিবার, ১২ মার্চ, ২০২৩
30 Jul 2025 07:39 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- বিএনপির সংবিধান বিরোধী অপরাজনীতির প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে বগুড়া শহর যুবলীগ। রবিবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন শহর যুবলীগ সভাপতি মাহফুজুল আলম জয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। শহর যুবলীগের সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শেখ এজাজুল হক ডনেল,সাজেদুর রহমান সিজু, মাহমুদুন্নবী রাসেল, আল ইমরান হোসেন।
এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ডাবলু বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিএনপি জোট দেশ বিরোধী অপরাজনীতি করছে। তারা দেশে বিদেশে মিথ্যাচার করে দেশের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মূলত আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই বিএনপি জোট নানা অজুহাতে ভোটের মাঠ থেকে দূরে থাকতে চায়। জনবিচ্ছিন্ন হয়ে তারা অপরাজনীতির পথ বেছে নিয়েছে। এদের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।