রবিবার, ১২ মার্চ, ২০২৩
02 Aug 2025 04:29 am
![]() |
বগুড়া প্রতিনিধিঃ র্যাবের অভিযানে আশিকুর রহমান (২৩) অপহরণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার ওই যুবকের নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আশিকুর শেরপুর উপজেলার ধরমোকাম এলাকার আমিনুল ইসলামের ছেলে। এর আগে ২৯শে জানুয়ারি শেরপুর থানায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়।
রবিবার র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় অপহরণ মামলার আসামি আশিকুর রহমান তার নিজ এলাকায় অবস্থান করছে। তখন র্যাবের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে এবং তাকে আটক করে। র্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।