রবিবার, ১২ মার্চ, ২০২৩
28 Nov 2024 04:30 am
৭১ভিশন ডেস্ক:- আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরও স্মার্ট শিক্ষার্থী হিসেবে গড়ে উঠতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১০ সাল থেকে এ পর্যন্ত বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে। তার মোট সংখ্যা হলো ৪৩৪ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২১২ কপি। পৃথিবীতে কোনও দেশ বা সরকারের জন্য এটি একটি অচিন্তনীয় ব্যাপার। বিনা মূল্যে বই পাওয়ার ফলে আমাদের শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও কমে গেছে।’
রবিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় বগুড়া সুবিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আজকের শিশুরা আগামীতে নেতৃত্ব দেবে তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি।
বগুড়া সুবিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি আল রাজী জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বেলুন ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান রয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন মুকুল, জেলা শিক্ষা অফিসার মো. হযরত আলী, জেলা শিক্ষা অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী মো. আফতাব হোসেন, সদর মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নওসাদ উর রহমান নিশান, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজমিনুর রহমান স্বাধীন, নামুজা ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল সাফি সুজন, সমাজসেবক নুরনবী ভোলা খলিফা, সমাজসেবক সিরাজুল ইসলাম মটু তালুকদার, শিক্ষানুরাগী অনিকা তাবাসসুম অনন্যা প্রমুখ।