রবিবার, ১২ মার্চ, ২০২৩
28 Nov 2024 04:41 am
শাহ আলম,ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধিঃ গাইবান্ধায় 'বিন্দু বিসর্গ'র ২৩ তম জয়ন্তী উৎসব পালিত হয়েছে।এ উপলক্ষে ১১ ই মার্চ শনিবার বিন্দু বিসর্গ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে সকাল ১০ টায় গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংগঠনটির সভাপতি- কবি সাবেদ আল সাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রসাশক মোঃ ওলিউর রহমান। তিনি স্মার্ট নাগরিক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সকলকেই একসাথে কাজ করার আহবান জানান এবং আগামীতে সার্বিক সহযোগীতা করার প্রতিশ্রুতি দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার( অর্থ) ইবনে মিজান, ভারত হতে আগত কথাসাহিত্যিক কবি পুস্পিতা চট্রোপাধ্যায়,শান্তিময় মুখোপাধ্যায়, বাংলাদেশের কবি মাকিদ হায়দার, রফিকুর রশিদ, ফারুক মাহমুদ, গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক প্রমতোষ সাহা,সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব আলমগীর কবির বাদল,নাদিরা খানম সহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি আমন্ত্রিত সাহিত্যিক ও কবিদের মাঝে বিশেষ সম্মানা পদক তুলে দেন।দ্বিতীয় পর্বে সকল আমন্ত্রিত অতিথি, দর্শক শ্রোতাদের উপস্থিতিতে কবিতা পাঠ অনুষ্ঠানে " শব্দ প্রেমি কবি ও সাহিত্য পরিষদ" দিনাজপুর জেলার ঘোড়াঘাট শাখার সভাপতি- প্রকৌশলী ( অবঃ) কবি আবদুল হাদী,সহ সভাপতি- কবি মোকশেদ আলী, সাধারন সম্পাদক ফিরোজ কবীর,যুগ্ম সম্পাদক কবি মাসুদ রানা কবিতা পাঠ করেন, এর পরেই এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের গান পরিবেশনের পাশাপাশি ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও অত্র সংগঠনের শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহ আলম সুবীর নন্দীর গাওয়া জনপ্রিয় গান " কত যে তোমাকে বেসেছি ভাল" গানটি গেয়ে দর্শক শ্রোতাদের মন জয় করেন।
উক্ত অনুষ্ঠানটির কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসন,জেলা পুলিশ প্রশাসন,জেলা পরিষদ,জেলা শিল্পকলা একাডেমী গাইবান্ধা ও শাহ আলম বাবলু সহ মোস্তাক আহমেদ রন্জু। ধারা বর্ননায় ছিলেন শিরিন আক্তার, শাহাদত হোসেন সুজন,শাহ আলম বাবলু।