রবিবার, ১২ মার্চ, ২০২৩
21 Nov 2024 09:35 pm
সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, আকাশ থেকে ঝরে পড়ছে কেচো বা কৃমির মতো দেখতে অসংখ্য পোকা। শহরের রাস্তায় এবং দাঁড় করানো একাধিক গাড়ি উপরে ঝরে পড়তে দেখা যায় ঐ পোকাগুলোকে। কাছ দিয়ে ছাতা মাথায় হেঁটে যাচ্ছেন একজন নাগরিক। যদিও বৃষ্টির মতো আকাশ থেকে ঝরে পড়ছিল যা তা পোকাই কিনা সংশয় প্রকাশ করেছেন অনেকে। এই বিষয়ে ভিন্ন তথ্যও উঠে আসছে।
কারো কারো দাবি, এটি আসলে শুয়োপোকার মতো দেখতে জনপ্রিয় চিনা ফুল। যা ক্ষেপা হাওয়ার দাপটে উড়ে এসে ঝরে পড়ছিল শহরজুড়ে। যদিও অনেকে এই দাবি মানতে চাননি। তাদের বক্তব্য, অনেক ক্ষেত্রে ঝড়বৃষ্টির সময় ঘুর্ণি হাওয়া পোকার মতো ছোট প্রাণীকে এক জায়গা থেকে উড়িয়ে নিয়ে আরেক জায়গায় ফেলে। এটি তেমনই এক ঘটনা। উল্লেখ্য, গত বছরই ঘুর্ণি হাওয়ার দাপটে মাছবৃষ্টির সাক্ষী হয়েছে আমেরিকার টেক্সাস শহর। একইভাবে ব্যাঙের বৃষ্টিও দেখা গিয়েছে কোথাও কোথাও।
যদিও সমস্ত জল্পনায় পানি ঢেলে চিনা সাংবাদিক শেন শিওয়েই জানিয়েছেন, ভিডিওটি ভুয়া। তিনি দাবি করেছেন, বেইজিং শহরে সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত হয়নি। শেন টুইট করেন, ‘আমি বেজিংয়ে আছি। এই ভিডিওটি ভুয়ো। বেজিংয়ে ইদানীং বৃষ্টিপাত হয়নি।’
যদি তাই হয়, তাহলে প্রশ্ন ওঠা উচিত- এমন ভয় ধরানো ভিডিও পোস্ট করার কোনো মানে হয়?
সূত্র: সংবাদ প্রতিদিন