শনিবার, ১১ মার্চ, ২০২৩
02 Aug 2025 08:51 pm
![]() |
ভারতের তামিল সিনেমায় নিষিদ্ধ হলেন তেলেগু সিনেমা ‘দেবাদাসু’ দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়া বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ ক্রুজ। একটি সিনেমার জন্য সম্পূর্ণ টাকা নিয়েও শুটিংয়ে না আসায় তাকে তামিল সিনেমায় নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গেছে। খবর আনন্দবাজারের।
২০১৪ সালে অনুরাগ বসু পরিচালিত ‘বরফি’ সিনেমা দিয়ে রণবীর কাপুরের বিপরীতে বলিউড অভিষেক ইলিয়ানার। এ ছবিতে দর্শকদের মন জয় করতে সক্ষম হন তিনি। এরপর দীর্ঘ একটা সময় দক্ষিণের তামিল, তেলেগু ও কন্নড় সিনেমায় কাজ করেছেন ইলিয়ানা।
এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, তামিলের একটি সিনেমার জন্য সম্পূর্ণ টাকা নিয়েও শুটিংয়ে আসেননি ইলিয়ানা। এতে অনেক ক্ষতি হয় প্রযোজকের।
এ কারণেই নাকি ইলিয়ানাকে তামিল সিনেমায় নিষিদ্ধ করা হয়েছে। অবশ্য এই প্রসঙ্গে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।