শনিবার, ১১ মার্চ, ২০২৩
28 Nov 2024 04:26 am
বগুড়া প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, বর্তমান সরকার ভোট চোর ও দূর্নীতিবাজ। তারা জনগনের সরকার নয়। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং দূর্নীতি করেছে। অথচ কোন বিচার হয়নি। কিন্তু খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেল দিয়েছে। তাই সরকারকে সংসদ বিলুপ্ত করে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ সরকারের অধীনে কোন নির্বাচন হতে দেয়া হবে না। বগুড়ার মানুষ জেগে উঠেছে। দাবী না মানলে সরকারকে টেনে হেঁচড়ে নামানো হবে।
তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে মানুষ অসহায় হয়ে পড়েছে। যদি বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো না হয় তাহলে রাজপথেই এর সমাধান হবে। জনগণ এই সরকারের পতন ঘটাবেই। তিনি গতকাল শনিবার বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বগুড়া সার্কিট হাউজের সামনে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য উর্ধ্বগতি , নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির সভাপতি পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালামের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, এম আর ইসলাম স্বাধীন, তৌহিদুল ইসলাম মামুন, মহিলা দলের জেলা সভাপতি লাভলী রহমান, সাধারণ সম্পাদক নাজমা আক্তার , জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলাল প্রমুখ।
মোঃ আব্দুল ওয়াদুদ