শনিবার, ১১ মার্চ, ২০২৩
28 Nov 2024 04:34 am
৭১ভিশন ডেস্ক:- কবি-সম্পাদক ও সাংবাদিক আন্ওয়ার আহমদ এর ৮২তম জন্মদিন উপলক্ষে বগুড়া লেখক চক্রের আয়োজনে এক স্মরণসভা, কবিতা পাঠ ও স্মৃতিপদক অনুষ্ঠান গত শুক্রবার সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি সম্পাদক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মর্কতা মোঃ আশরাফুল মমিন খান এবং প্রধান বক্তা ছিলেন ষাট দশকের অন্যতম কবি, প্রাবন্ধিক ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা বজলুল করিম বাহার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। স্মরণসভায় স্মৃতিতর্পন করেন কবি প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কবি মাহমুদ হোসেন পিন্টু, কবি শিবলী মোকতাদির, কবিপুত্র নাজিম আনওয়ার রুপম, কবি লুৎফুল হোসেন, কবি রাহমান ওয়াহিদ, ছড়াকার রতন খান, সংগঠনের সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলী, কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল, কবি শৈবাল নূর প্রমুখ।
কবি সাংবাদিক নুসরাত জাহানের স ালনায় কবির জীবনী পাঠ করেন মারুফা আকতার। কবি আনওয়ার আহমদ এর কবিতা পাঠ করেন-নূসরাত জাহান, শাহানূর শাহিন,্ সিকতা কাজল, মরিয়ম রোমা, কবিতার বুলবুল, সাহানা আক্তার, ফাতেমা ইয়াসমিন, মাহবুব এ ইলাহী মিঠু, শৈবাল নূর এবং মিনহা।
স্মরণসভায় লিটল ম্যাগাজিন স¤পাদনার জন্য ‘অনিন্দ্য’ সম্পাদক কবি হাবিব ওয়াহিদকে ‘কবি সম্পাদক আন্ওয়ার আহমদ স্মৃতিপদক ২০২২’ প্রদান করা হয়। প্রধান অতিথি তার হাতে ক্রেস্ট তুলে দেন।
স্মরণসভায় বক্তারা বলেন-আন্ওয়ার আহমদ সারাজীবন নিঃস্বার্থভাবে সাহিত্যের জন্য কাজ করে গেছেন। লেখক তৈরীতে তার অবদান ছিল অসামান্য। তিনি কিছুধ্বনি এবং রুপম নামে দুটি ছোটকাগজ সম্পাদনা করতে। তরুণ লেখক তৈরীতে তার অবদান ছিলো অসামান্য। বর্তমানের অনেক বিখ্যাত লেখকের জন্ম তার হাত দিয়ে। তিনি ছিলেন প্রকৃতঅর্থে একজন লিটল ম্যাগাজিন স¤পাদক। তিনি অনেক লেখকের বই প্রকাশ করেছেন নিজের প্রকাশনী থেকে। বিশেষ করে বগুড়ার ষাট দশকের কবিদের বই তার হাত দিয়েই প্রকাশনা শুরু হয়। তরুণদের পাঠের মাধ্যমেই আন্ওয়ার আহমদ বেঁচে থাকবেন। কেননা তিনি ছিলেন চিরতরুণ। উল্লেখ্য, কবি সাংবাদিক স¤পাদক কবি আন্ওয়ার আহমদের জন্ম ১৯৪১ সালের ১৩ মার্চ বগুড়ায়। তিনি ২৪ ডিসেম¦র ২০০৩ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।