শনিবার, ১১ মার্চ, ২০২৩
28 Nov 2024 04:35 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা সদর ও পলাশবাড়ী উপজেলায় সিগারেটের গোডাউনে ডাকাতি সংঘটিত হয়।এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ৩ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও নগদ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (১১ মার্চ) দুপুরের দিকে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন- বরগুনার আশকোনা গ্রামের মৃত চান মিয়ার ছেলে নাছির উদ্দিন মোল্লা দেলোয়ার (৫০), গাজীপুরের কাশিমপুর উপজেলার সারদাগঞ্জ গ্রামের মৃত ছমর উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪৫) ও ঝিনাইদহের কোট চাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (৩৬)।
পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, গত বছরের ২৯ নভেম্বর রাতে পলাশবাড়ীর নুনিয়াগাড়ী মেসার্স উচ্ছাস তরঙ্গ ট্রেডার্সে ডাকাতি হয়। এসময় নগদ ৩ লাখ ৮০ হাজার ৯৬ টাকা, একটি কম্পিউটারের সিপিইউ, টিএইচপি প্রিন্টার, দুটি মোবাইল ফোন, নেভী, কেটু শেখ, নেভী স্পেশাল, শেখ স্পেশালসহ মোট ২৫ কার্টুন সিগারেট ডাকাতি করে নিয়ে যায়।
এছাড়াও ২২ জানুয়ারি রাতে গাইবান্ধা শহরের মাস্টারপাড়া খন্দকার মোড় ভি-এইড রোডস্থ মেসার্স সবুর এন্ড সন্স প্রতিষ্ঠানে ডাকাতি হয়। এ ঘটনায় নগদ ৫ লাখ ১০ হাজার টাকা ও মেরিস সিগারেট লুট করে নিয়ে যায়।
এদিকে, পৃথক এই ঘটনায় অপরাধীদের সনাক্তসহ তাদের গ্রেফতারের অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।এই অভিযানে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থান থেকে আন্তঃজেলা ওই ডাকাতদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাতি করা সিগারেটের বিক্রয়লব্ধ ২ লাখ ৫০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও একটি কম্পিউটারের কি-বোর্ড জব্দ করা হয়। পুলিশ সুপার মো. কামাল হোসেন আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় আরও ৭-৮ টি করে মামলা বিচারাধীন রয়েছে।