শনিবার, ১১ মার্চ, ২০২৩
28 Nov 2024 01:38 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : “স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্ততি সবসময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার (১০ মার্চ) বেলা ১১ টায় র্যালি শেষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সহকার কমিশনার (ভুমি) মনিার সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়াম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকণ্পবাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমির হোসেন, প্রানি সম্পাদ কর্মকর্তা ডা: আমিরুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রুহুল আমিন, সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু,জাহিদুর রহমান প্রমুখ। পরে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন মহরা প্রদর্শন করা হয়।
আবু মুত্তালিব মতি