শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
28 Nov 2024 02:44 am
মোরশেদুল রবি:-কাহালু চারমাথা টু বগুড়া রোড ও রেললাইনের মাঝখানে আছে নয়নজুলি। এই নয়নজুলি আশেপাশের গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র রাস্তা (বিশেষ করে কাহালু পৌরসভার ০৮নং ওয়ার্ড (উলট্ট পশ্চিমপাড়া))। শীতলাইয়ে অবস্থিত কিবরিয়া পেপার মিল ও চেরিশ ফিড মিলের বর্জ ও ময়লা পানি এই নয়নজুলি দিয়ে দীর্ঘদিন ধরে ছেড়ে দেওয়ার কারণে নয়নজুলিতে ময়লা তলানী জমে জমে ভরাট হয়ে গেছে। এখন পানি নিষ্কাশন তো হয়ই না, বরং এই বিষাক্ত ময়লা পানি নয়নজুলি সংলগ্ন ধানী জমিতে গিয়ে ফসলের ক্ষতি করছে। এছাড়াও নয়নজুলিতে থাকা বিষাক্ত ময়লার দূর্গন্ধে রাস্তা দিয়ে চলাচল করতে অসুবিধা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো দীর্ঘদিন এই অবস্থা হওয়া সত্ত্বেও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কাহালু উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে কাহালুবাসী দাবি জানাচ্ছি।