বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩
28 Nov 2024 03:26 am
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:- "ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন" প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসের দ্বিতীয় দিনে
গুড নেইবারস বাংলাদেশ সিডিবি কুড়িগ্রাম এর আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০ টায় কুড়িগ্রাম সদরের যাত্রাপুর কলেজ প্রাঙ্গণে গুড নেইবারস বাংলাদেশ সিডিপি কুড়িগ্রাম এর ম্যানেজার যোষেক টুটুল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেবুন্নেছা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যাত্রাপুর কলেজের অধ্যক্ষ মোঃ এরশাদুল হক খান, গুড নেইবারস এর হেলথ অফিসার মনিরা আক্তার, গুড নেইবারস কো-অপারেটিভ এর সভাপতি নিশিতা আক্তার নাজমা, সিডিপির সভাপতি শ্রী নিতাই চন্দ্র রায়, বিশিষ্ট সাংবাদিক সাইফুর রহমান শামীম, জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক এ আর রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তারা নারী দিবসের তাৎপর্য গুরুত্ব ও গুড নেইবারস বাংলাদেশের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে তিন শতাধিক নারী অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।