বুধবার, ০৮ মার্চ, ২০২৩
25 Jan 2025 07:21 am
নাটোর প্রতিনিধিঃ ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত ২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষ উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।
এসময় সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীম আহমেদ সাগর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানাসহ নেতৃস্থানীয় ব্যাক্তি ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।
মো. আশিকুর রহমান টুটুল