বুধবার, ০৮ মার্চ, ২০২৩
28 Nov 2024 12:30 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বগুড়ার আদমদীঘি হযরত বাবা আদম (রহ:) এর ঐতিহাসিক বার্ষিক ওরশ মোবারক। হযরত বাবা আদম (রহ:) ছিলেন একজন সুফি সাধক তিনি দ্বাদশ শতাব্দির শেষ ভাগে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন আদমদীঘিতে। এখানে ইসলাম প্রচার কালে তৎসময়ে রাজার সৈন্যবাহিনীর হাতে তিনি শহীদ হন।
থানা সংলগ্ন দুই দীঘির পাশে তার মাজার রয়েছে। এই মাজারকে ঘিরেই যুগযুগ ধরে বার্ষিক ওরশ মোবারক হয়ে থাকে। বার্ষিক ওরশ মোবারকে সভাপতিত্ব করবেন হযরত বাবা আদম (রহ:) এর মসজিদের খতিব মাওঃ নেছার উদ্দিন। প্রধান অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। প্রধান বক্তা পাবনা সিনিয়র মোদারেরছে খয়ের বাগ দাখিল মাদরাসা ইসলামি চিন্তাবিধ আলহাজ¦ হযরত মাওঃ দেলোয়ার হোসেন আনছারিসহ অন্যান্য বক্তারা ওয়াজ ফরমাইবেন। এই ওরশ মোবারকে বিভিন্ন এলাকার হাজার হাজার মুসল্লি শরিক হন।
আবু মুত্তালিব মতি