মঙ্গলবার, ০৭ মার্চ, ২০২৩
04 Dec 2024 01:08 am
মোরশেদুল ইসলাম রবি বগুড়া:-বগুড়ার কাহালুতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারী কমিশনার ভূমি সবুজ কুমার বসাক, কাহালু থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ লালু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু পৌর সভার মেয়র আলহাজ্ব মোঃ আবুল মান্নান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী, মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম, কাহালু প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউনুস আলী টনি প্রমূখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ। এর পর বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগ কাহালু উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।