মঙ্গলবার, ০৭ মার্চ, ২০২৩
24 Jan 2025 03:36 am
ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নিখোঁজের ০৬ দিন পর কিশোরগঞ্জের ইমতিয়াজ ইসলাম হৃদয় (১১) নামের এক কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে নওগাঁর বদলগাছী থানা পুলিশ।
থানা ও পুলিশ সূত্রে জানাযায় (৭ মার্চ) মঙ্গলবার সকাল ১১টার দিকে উদ্ধারকৃত কিশোর ইমতিয়াজ ইসলাম হৃদয়কে তার মামার হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান।
উদ্ধারকৃত ইমতিয়াজ ইসলাম হৃদয় এর বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয় ইউপি’র গুজাদিয়া গ্রামের মোঃ সুলাইমানের ছেলে।
ইমতিয়াজ ইসলাম হৃদয় এর মামা সুলায়মান বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ টার সময় পায়ে হেঁটে বাসস্ট্যান্ডে যাতায়াতের সময় ঢাকা মহানগর দক্ষিণখান থানাধীন ফরিদ মার্কেট থেকে আমার ভাগ্না নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজা-খুঁজির পর না পেয়ে থানায় জিডি করি। বদলগাছী থানা পুলিশ আমার ভাগ্নাকে উদ্ধার করে হৃদয়ের পরিবারকে অবগত করে। পরে আমি বদলগাছী থানায় এসে আমার ভাগ্না কে সনাক্ত করলে বদলগাছী থানার ওসি আমার হাতে তুলে দেন। পুলিশের মাধ্যমে ছেলেকে পেয়ে আমি খুবই খুশি এবং বদলগাছী থানা পুলিশের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এবিষয়ে বদলগাছী থানার ওসি মো. আতিয়ার রহমান বলেন, ‘গত রবিবার বদলগাছী উপজেলার কোলা ইউপি’র ভান্ডারপুর গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে উজ্জল হোসেন ছেলেটাকে নীলসাগর ট্রেনে পেয়ে থানায় খবর দিলে আমরা ওই কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে এসে তার স্বজনদের অবগত করি। কিশোরের মামা থানায় এসে সনাক্ত করলে কিশোর হৃদয়কে তার কাছে হস্তান্তর করা হয়েছে ।