মঙ্গলবার, ০৭ মার্চ, ২০২৩
23 Jan 2025 11:01 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা চেয়ারম্যান এর কার্যালয়ে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাচন অফিসার কাহালু উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু) ও মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আকতার।
শ্রেষ্ঠ উপজেলা নির্বাচন অফিসার হওয়ার গৌরব অর্জন করায় কাহালু উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলিকে অভিনন্দন জানান উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ। শ্রেষ্ঠ উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি আবার উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দকে অভিনন্দন জানান।