সোমবার, ০৬ মার্চ, ২০২৩
22 Jan 2025 10:47 am
সঞ্জু রায়, বগুড়া: বগুড়া সদরে শাখারিয়া ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ হয়েছে। সোমবার বিকেলে ৪ টা থেকে ৬টা পর্যন্ত পল্লীমঙ্গল হাটে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক এনামুল হক রুমির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব রকম অপরাধ প্রতিরোধে শাখারিয়ার মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকর করতে বিট পুলিশিং কার্যক্রম এক অনবদ্য অধ্যায়। বিট পুলিশিংয়ের মাধ্যমে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত জানা সম্ভব হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হচ্ছে।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তেব্য রাখেন পরিদর্শক (অপারেশন) আব্দুল মোন্নাফ।
মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যা প্রবণতা কমাতে সদর থানা পুলিশ এ সভার আয়োজন করে।