সোমবার, ০৬ মার্চ, ২০২৩
16 Jan 2025 04:41 am
ছাদেকুল ইসলাম রুবেল গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যান কেন্দ্রের ভবনটি পরিত্যক্ত হয়ে পড়েছে। কর্তৃপক্ষের তদারকি না থাকায় ঝুঁকিপূর্ণ।
এ ভবনের দরজা, জানালাসহ চুরি হচ্ছে প্রাচীরের ইটও। স্বাস্থ্যসেবার ওই ভবন পরিত্যক্ত ঘোষণা করলেও অন্য কোনো ভবন না থাকায় ঝুঁকি নিয়েই আবাসিক ভবনে চলছে স্বাস্থ্যসেবার কার্যক্রম উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের পাশে অবস্থান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। সরকারি ভাবে ১৯৯২ সালে নির্মাণ করা হয় এ ভবনটি। সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। ভবনের মাঝখানে বসে পড়েছে ছাদের পলেস্তারা।
ভবনের প্রায় ১০- ১২ বছর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে পরিত্যক্ত ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর তদারকির অভাবে চোরচক্র সীমানা প্রাচীর ভেঙে ইট চুরিসহ ভবনের দরজা, জানালা চুরি করে নিয়ে যাচ্ছে। ভবনের পুরো ছাদ আগাছায় ছেয়ে গেছে। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও এর পাশে একটি আবাসিক ভবনের কক্ষে চলছে ইউনিয়নের স্বাস্থ্যসেবা কার্যক্রম। এতে প্রয়োজনীয় চিকিৎসা নিতে আসা রোগীরা নানা ভোগান্তির স্বীকার হচ্ছেন।
কাটাবাড়ী ইউনিয়নের বাগদা কলোনির হালিমা বেগম, নাসিরাবাদের মৌসুমি আকতার ও পলুপাড়া গ্রামের জরিনা বেগম জানান, জরাজীর্ণ ভবনের কারণে চিকিৎসক নিয়মিত না আসায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে তারা। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মুনসাদ বলেন, ভবনের সমস্যার কারণে এখানে প্রয়োজনীয় চিকিৎসকসহ জনবল সংকট রয়েছে প্রতিদিন ইউনিয়নের গ্রামীণ জনগোষ্ঠিকে স্বাস্থ্যসেবা দেয়া কঠিন হয়ে পড়ছে। এছাড়া অতিরিক্ত রোগীর চাপের কারণে সঠিক ভাবে সেবা দেয়া যাচ্ছে না।
আধুনিক নতুন ভবন নির্মাণ ও জনবল বৃদ্ধি করলে অনেক সমস্যা দুর হবে কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ বলেন, গ্রামীণ জনগোষ্ঠির স্বাস্থ্যসেবার প্রতি গুরুত্ব দিয়ে দ্রুত নতুন ভবন নির্মাণসহ চিকিৎসক ও জনবল নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের দাবি জানান। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি বলেন, নতুন ভবনের জন্য চাহিদা চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হয়েছে। নতুন ভবন নির্মাণ হলেই জনবল সংকট কেটে যাবে।