রবিবার, ০৫ মার্চ, ২০২৩
28 Nov 2024 04:51 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার অন্তাহার গ্রামে পূর্বশক্রতার জেরে দুই পক্ষের মারধর শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগে নারীসহ ৮জনের বিরুদ্ধে পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করা হয়েছে। গত ৩ মার্চ রাতে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির অন্তহার গ্রামের জাহাঙ্গীর আলম বাদি হয়ে ৩জনের বিরুদ্ধে এবং ৫ মার্চ একই গ্রামের আবুল হোসেন ৫জনের বিরুদ্ধে অপর একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামে জাহাঙ্গীর আলম ও আবুল হোসেনের মধ্যে পারিবারিক পূর্বশত্রæতার জেরধরে গত ২ মার্চ সকাল সাড়ে ১০ টায় উভয়ের মধ্যে মারধর নারীর শ্লীতহানি ও লুটপাটের ঘটনা ঘটে। মারধরে দুই পক্ষের কয়েকজন হাসাপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করে। এই ঘটনায় গত ৩ মার্চ জাহাঙ্গীর আলম বাদি হয়ে ওছমান আলী, সালমা বেগমসহ তিনজনের বিরুদ্ধে এবং গত ৫ মার্চ আবুল হোসেন বাদি হয়ে আতিকুল ইসলাম, বিজলী বেগমসহ ৫জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় পাল্টাপাল্টি মামলা করেছেন। ওসি রেজাউল করিম মামলা দায়ের নিশ্চিত করে বলেন আসামী গ্রেফতার তৎপরতা চলছে।
আবু মুত্তালিব মতি