শুক্রবার, ০৩ মার্চ, ২০২৩
24 Nov 2024 06:10 am
৭১ভিশন ডেস্ক:- সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগে স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী। বর্তমান আধুনিক যুগে মোবাইল ছাড়া জীবনকে চিন্তা করাটাই কঠিন।
প্রতিনিয়ত ভালো প্রযুক্তি, প্রসেসর, বেশি স্টোরেজ থেকে শুরু করে অত্যাধুনিক সব ফিচারের দিকে যাচ্ছে মোবাইল ফোন। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে নানা সুযোগ সুবিধাসহ ফোন আনতে রীতিমতো প্রতিযোগিতা করছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বিভিন্ন ফিচারের মতো দামেও রয়েছে ভিন্নতা। তবে যত দামি ফোনই হোক না কেন, তার আয়ু খুব বেশি হলে তিন-চার বছর। তারপরেই দেখা দেয় নানা সমস্যা।
তবে আয়ু শেষের আগেই আমাদেরই কিছু ভুলে নষ্ট হয়ে যেতে পারে শখের স্মার্টফোনটি।
জেনে নিন কোন ভুলগুলোর কারণে অকালে নষ্ট হচ্ছে শখের স্মার্টফোনটি।
দিনরাত চার্জ দেয়া
চার্জ শেষ হয়ে যাওয়ার ভয়ে অনেকেই রাত-দিন মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখেন। এর ফলে মোবাইলের ব্যাটারির মারাত্মক ক্ষতি হয়। অতিরিক্ত চার্জ দিলে শুধু ব্যাটারিই নয়, নষ্ট হয়ে যায় মাদারবোর্ডও। আর মাদারবোর্ড নষ্ট হওয়া মানে ফোনটাই বাদ হয়ে যাওয়া। একে তো প্রচুর দাম, তার ওপর মাদারবোর্ড বদলানোও সহজ নয়। তাই সারাক্ষণ মোবাইল চার্জে বসিয়ে রাখার বিষয়ে আজই সাবধান হোন।
ভেজাভাব বা ময়েশ্চার
ভেজেভাব মোবাইল ফোনের সবচেয়ে বড় শত্রু। ভেজাভাবের কারণে মাদারবোর্ডেরও মারাত্মক ক্ষতি হয়। একইসঙ্গে ক্ষতি হয় ক্যামেরা ও ডিসপ্লেরও। তাই ভেজে হাতে ফোন ধরা বা ফোনকে স্যাঁতস্যাঁতে জায়গায় রাখা থেকে বিরত থাকুন। করোনার সময়ে সুরক্ষার জন্য অনেকেই মোবাইলকে স্যানিটাইজারে গোসল করাতেন। জীবাণু ধ্বংসের জন্য কখনো ফোনে স্যানিটাইজার ব্যবহার করবেন না। কারণ স্যানিটাইজারের ভেজাভাব ফোনের বিভিন্ন অংশে গিয়ে ফোনের মারাত্মক ক্ষতি করে। তাই যেকোনো রকমের ভেজাভাব থেকে আপনার শখের স্মার্টফোনটিকে দূরে রাখুন।
গেমস থেকে সাবধান
মোবাইলে কমবেশি অনেকেই গেম খেলে থাকেন। আজকের দিনে গেমিং একটা ট্রেন্ডও বটে। তবে ভুল করেও মোবাইল ফোন চার্জে বসিয়ে গেম খেলবেন না। এতে ফোন স্লো হয়ে যায়। ব্যাটারি এবং ফোনের আয়ুও কমে যায়।
যেকোনো চার্জার ব্যবহার
হাতের কাছে যেকোনো একটা চার্জার পেলেই তা দিয়ে ফোন চার্জ দেয়ার মতো ভুল কখনোই করবেন না। ভিন্ন ভিন্ন ফোনের জন্য ভিন্ন ভিন্ন চার্জার ব্যবহৃত হয়। যা ফোনের ব্যাটারি ও মাদারবোর্ডের সঙ্গে সামঞ্জ্যপূর্ণ থাকে। তাই পোর্ট এক হলেও যেকোনো চার্জার দিয়ে ফোন চার্জ করবেন না।
শূন্য নয়, একশোও নয়
বিশেষজ্ঞেরা বলেন, ফোনের চার্জ কখনোই শূণ্য করে ফেলা উচিত নয়। আবার পুরো অর্থাৎ ১০০ ভাগ চার্জও ফোনের পক্ষে ক্ষতিকর। ফোনের চার্জ সবসময় বিশ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখার পরামর্শ দেন অভিজ্ঞরা। ফলে ব্যাটারি ভালো থাকে। ফোনের আয়ুও বাড়ে কয়েকগুণ।
সূত্র: এই সময়