বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০২৩
27 Nov 2024 06:40 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় অবৈধ ভাবে এক্সকেভেটর দিয়ে আবাদি জমিতে পুকুর খনন, ভরাট ও সংস্কারের নামে পুকুর খনন করে সেই মাটি ট্রাক্টর দিয়ে অন্যত্র বহনে সরকারি পাকা সড়ক নষ্ট করার মহোৎসব কিছুতেই থামছেনা। এক শ্রেনির মাটি ব্যবসায়ী সরকারি আইন উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত চালিয়ে আসছে এসব কারবার।
গত বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার ইন্দইল গ্রামের মালিক এনামুল হক অবৈধ ভাবে পুকুর খনন করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা ও মাটি বহন করে রাস্তা নষ্ট করার অপরাধে সান্তাহারের সনি নামের এক ট্রাক্টর চালকের ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে এক শ্রেনির মাটি ও এক্সকেভেটর ব্যবসায়ী অবৈধ ভাবে আবাদি জমিতে পুকুর খনন ও ভরাট করে মাটি বিক্রি করে আসছে। এছাড়া পুরাতন পুকুর খননের নামে এক্সকেভেটর দিয়ে পুকুরে গভীর পর্যন্ত খকন করে সেই মাটি ট্রক্টরের মাদ্যমে বহন করে পাকা রাস্তা নষ্ট করা মহোৎসব চলছে। উপজেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে ওইসব ব্যক্তিদের জরিমানা আদায় করেন। মাটি ব্যবসায়ীরা প্রশাসের ভয়ে তাদের পদ্ধতি পরির্বতন করে দিনে বেলা পুকুর খনন না করে গভীর রাতে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে সেই মাটি ট্রাক্টরের মাধ্যমে বহন করে রাস্তা নষ্ট করা হচ্ছে। উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার জানায়, তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
আবু মুত্তালিব মতি