বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০২৩
28 Nov 2024 01:39 am
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই থানা পুলিশের অভিযানে চোরাই গরুসহ আন্ত:জেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো নওগাঁর সদর উপজেলার জগৎসিংপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইমরান হোসেন (২৯), রাণীনগর উপজেলার গোনা উত্তরপাড়া গ্রামের বাছেরের ছেলে রফিকুল ইসলাম (৪০), একই উপজেলার পাকুরিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৩২) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের ছলিম মন্ডলের ছেলে হারুন অর রশিদ (২৮)।
জনা যায়, গত ১৬ ফেব্রুয়ারী রাতে উপজেলার কাসুন্দা গ্রামের জাকির হোসেনের গোয়ালঘর থেকে ৫টি গরু এবং ২৭ ফেব্রæয়ারী উপজেলার দাঁড়িয়াগাথি গ্রামের আব্দুর রহমানের গোয়ালঘর থেকে ৩ টি গরু চুরি হয়। এ ছাড়াও সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চোরে উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। প্রতিনিয়ত গরু চুরিতে কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে জাকির হোসেন ও আব্দুর রহমানের গরু চুরি হওয়ার পর থানায় মামলা রুজু করা হলে পুলিশ তৎপর হয়ে উঠে। পরে মামলা দুইটির তদন্তে আত্রাই থানার ওসি তারেকুর রহমানের নেতৃত্বে এসআই চাঁদ আলীসহ আত্রাই থানার একটি চৌকস পুলিশ টিম চুরি যাওয়া গরু উদ্ধারে ব্যাপক তদন্ত শুরু করেন। এরই এক পর্যায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত বুধবার রাতে নিজ নিজ এলাকা থেকে আসামিদের গ্রেফতার করেন। এ সময় গ্রেফতারকৃত আসামি ইমরানের বাড়ি থেকে ৪ টি গরু উদ্ধার এবং গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা গরু চোর চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির কথা স্বীকার করেছে। গতকাল বৃহস্পতিবার তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #