বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০২৩
16 Jan 2025 04:37 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ম জাতীয় ভোটার দিবস/২৩ইং উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে এক র্যালী বের করা হয়।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আকতার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জববার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফরহাদুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শামীম ইকবাল, আবু তাহের, উপজেলা প্রশাসানিক কমকর্তা রেজাউল করিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
র্যালী শেষে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।