সোমবার, ০৯ জানুয়ারী, ২০২৩
29 Mar 2025 02:29 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ আনন্দঘণ পরিবেশে গণমাধ্যমকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে এই প্রথম গাইবান্ধা জেলার পলাশবাড়ী প্রেসক্লাবের আয়োজনে ফ্যামিলি ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ জানুয়ারী রবিবার প্রেসক্লাব চত্বরে দিনব্যাপী শুরু হওয়া ফ্যামিলি ডে সন্ধ্যায় খাওয়া দাওয়া শেষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা হয়।
পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম পাতা ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনের সার্বিক পরিচালনায় প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটি নেতৃবৃন্দের অংশ গ্রহনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পরিচালিত হয় এ ফ্যামিলি ডে। এতে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী,সরকারি চাকুরিজীবী, থানা পুলিশ ও রিপোর্টাস ইউনিটি পলাশবাড়ীর নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসাবে অংশ নিয়ে ফ্যামিলি ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ উপভোগ করেন।
অনুষ্ঠানে পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন জানান,গণমাধ্যমকর্মীদের পরিবার নিয়ে এবার প্রথম আনুষ্ঠানিক ভাবে ফ্যামিলি ডে পালিত হলো। তিনি আরো বলেন, আগামী দিনে প্রতি বছর পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজনে এমন অনুষ্ঠানের জন্য গণমাধ্যমকর্মীসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন৷